বেগম খালেদা জিয়ার সাথে এডভোকেট মুন্নীর স্বাক্ষাত

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

বেগম খালেদা জিয়ার সাথে এডভোকেট মুন্নীর স্বাক্ষাত

ffffffff copy৪ সেপ্টেম্বর ২০১৬, রোববার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে নব-নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও কেন্দ্রীয় মহিলা দলের বিশেষ সম্পাদিকা এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী গত শনিবার গুলশান কার্যালয়ে গিয়ে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। চেয়ারপার্সনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এডভোকেট মুন্নী।
এসময় চেয়ারপার্সন সিলেট রাজনৈতিক অঙ্গনের সকল খোজ খবর নেন। আগামী আন্দোলন সংগ্রামে দলের রাজনৈতিক নেতা কর্মীদের সাথে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।
স্বাক্ষাত কালে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, হেলেন জেরিন খান, নির্বাহী সদস্য মিতুয়া খান, সৈয়দ নুরে আলম মিন্টন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল