সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬
বৈশ্বিক বাসোপযোগী সূচক- ২০১৬ তে ঢাকা দুধাপ এগিয়েছে। সারাবিশ্বে ১৪০টি নগরীর মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগরী তৃতীয় বারের মতো তালিকার শীর্ষে রয়েছে।
লন্ডন ভিত্তিক সাপ্তাহিক ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত এ বছরের বাসোপযোগী সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৭ তম। আগের বছরে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯ নম্বরে।
সূচক অনুযায়ী অস্ট্রিয়ার ভিয়েনা নগরী দ্বিতীয় অবস্থানে রয়েছে। কানাডীয় নগরী ভ্যানকুভার তৃতীয়, টরেন্টো চতুর্থ এবং ক্যালগেরি ও অষ্ট্রেলিয়ার এ্যাডেলেইড নগরী যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।
যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার দামেস্ক নগরী ১৪০টি দেশের বটমে অবস্থান করছে। দশটি স্বল্প বাসোপযোগী নগরীর মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপোলি দ্বিতীয়, নাইজেরিয়ার নগরী লাগোস তৃতীয় এবং পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবাই পঞ্চম স্থানে রয়েছে।
বিশ্বব্যাপী অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডে অনেক স্থানে স্থিতিশীলতা নষ্ট হয়েছে। ইআইইউ একটি দৃষ্টান্ত হিসাবে সিডনির কথা উল্লেখ করে বলেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দশটি বাসোপযোগী নগরীর সূচকে সিডনি চার ধাপ নিচে নেমে গেছে।
সূচকে ১৪০টি দেশের মধ্যে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এডুকেশন রিসোর্স, অবকাঠামো এবং পরিবেশের মতো ৩০টি বিষয় বিবেচনায় নেয়া হয়। এতে দেখা যায়, ২০১০ সালের পর থেকে সারা বিশ্বে গড় বাসোপযোগী অবস্থা শতকরা এক ভাগ হরাস পেয়েছে।
ইআইইউ র্যাংকিং এ সর্বশেষ তথ্যে জানা গেছে, সারা বিশ্বে ১৪০টি দেশে লাইফ স্টাইলের চ্যালেঞ্জের জন্য স্কোরও দেয়া হয়েছে। গত ১২ মাসব্যাপী পরিচালিত জরিপে দেখা গেছে, ১৪০টি দেশের মধ্যে ২ টিতে বাসোপযোগী পরিবেশের অবনতি ঘটেছে। এ বছরের জরিপে দেখা গেছে, সন্ত্রাসবাদের কারণে বাসোপযোগী পরিবেশের অবনতি ঘটেছে। প্যারিস ও ব্রাসেলে হামলার কারণে পশ্চিম ইউরোপের দশটি নগরীতে বাসোপযোগী পরিবেশের বেশি অবনতি ঘটেছে।
ইআইইউ বলেছে, পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ’র মৃত্যুর কারণে অনেক ইউএস নগরীতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া পূর্ব ইউরোপ ও এশিয়ায় অস্থিরতা, ইউক্রেন, সিরিয়া, ও লিবিয়ায় সৃষ্ট উত্তেজনা নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এ কারণে এ সকল দেশে বাসোপযোগী পরিবেশের অবনতি ঘটেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd