৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬
সিলেটে ব্যবসায়ী করিম বক্স মামুনকে হত্যার প্রতিবাদে ও খুনীর গ্রেপ্তার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জিন্দাবাজার এলাকা। সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেছে জিন্দাবাজার ও আশপাশের এলাকায় যান চলাচল।
বৃহস্পতিবার দুপুর থেকে নগরীর ব্যস্ততম জিন্দাবাজার মোড়ে চলছে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ। সমাবেশ থেকে অবিলম্বে মামুনের খুনিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। চলছে মুহুর্মুহু শ্লোগান।
এর আগে বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশের এ কর্মসূচি মাইকযোগে প্রচার করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে নিজ দোকানে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায় সন্ত্রাসীরা। দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।
মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন সিলেটের ব্যবসায়ীরা। বুধবার দিনভর মার্কেট বন্ধ রেখে মিছিল-সমাবেশ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D