ব্যবসায়ী শিশুর নামে ভুয়া ফেইসবুক আইডি করে অপপ্রচার !

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

ব্যবসায়ী শিশুর নামে ভুয়া ফেইসবুক আইডি করে অপপ্রচার !

সিলেট নগরীর শাহী ঈদগাহ টিবি গেইটস্থ অনামিকা এ১/৬ সৈয়দ শাহিদ মিয়ার পুত্র জিন্দবাজারস্থ কাকলী শপিং সেন্টারের নিচ তলা ‘মেহরিন জড়োয়া গহনা’র পরিচালক সৈয়দ মুকিত আহমদ (শিশু মিয়া) শনিবার (১৭ ডিসেম্বর) সমাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে কে বা কাহারা তার নাম, ছবি ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে কোতোয়ালী থানা একটি সাধারণ ডাইরী করেন। যাহার নং- ১১৩৯ (১২) ১৬ইং।

সাধারণ ডাইরীতে তিনি উল্লেখ করেন বিগত কয়েক দিন যাবত জনপ্রিয় সমাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে কে বা কাহারা আমার ছবি ব্যবহার করে ‘ঝুবফ গঁশরঃ অযসবফ ঝযরংযঁ ও শিশু আহমদ’ এই আইডি সহ আরো অনেক ধরনের আইডি খুলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারিত মোবাইল নং-০১৭৩২৮৯৩৫০৪ ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা তিনি জানেন না। এ ধরনের আইডি থেকে বিভিন্ন মিথ্যা বানোয়াট, বিভ্রান্তি মূলক তথ্য ও অশ্লীল ছবি প্রকাশ করা হচ্ছে। এতে করে তিনি ব্যবসায়ীক ভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। তিনি ব্যবসায়ীক ও পারিবারিক ভাবে বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। সমাজিক ভাবে তার মান মর্যাদা নষ্ট করতে এধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল