ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও ঘর-বাড়ি ভাঙচুর : দুই মামলায় আসামি ৫০০, গ্রেপ্তার ৯

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও ঘর-বাড়ি ভাঙচুর : দুই মামলায় আসামি ৫০০, গ্রেপ্তার ৯

32190৩১ অক্টোবর ২০১৬, সোমবার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দুদের ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় ৫০০ জজনে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ইসলাম অবমাননা করে’ পোস্ট দেয়ার অভিযোগে আটক রসরাজ দাসের (৩০) ফাঁসির দাবিতে রোববার (৩০ অক্টোবর) দিনভর উত্তাল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা। এ সময় হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০টি মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিক্ষোভকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। সন্দেহভাজন নয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল