১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬
১৬ অক্টোবর ২০১৬, রবিবার: জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. একে আবদুল মোমেন বলেছেন, চীনের রাষ্ট্রপ্রতি শি জিন পিং বাংলাদেশের সাথে ২৭টি চুক্তি সই করেছেন। এর মধ্যে বড় দুটি প্রকল্প সিলেটের। সিলেটের দুটি প্রকল্পের একটি হচ্ছে সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ। এ দুটি চুক্তিসইয়ের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, সিলেটবাসীর এ স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে একমাত্র দেশরতœ প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্য। সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন। ড. মোমেন বলেন, প্রকল্প দুটি বাস্তবায়নে সিলেটের কৃতী সন্তান সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সার্বিক সহযোগীতা করেছেন। তাই তাদের প্রতিও সিলেটের মানুষ কৃতজ্ঞ। দীর্ঘদিন পর সিলেটবাসীর এ স্বপ্নপূরণ হতে যাচ্ছে বলে সবাই আনন্দিত।
তিনি রোববার (১৬ অক্টোবর) সকাল ৬টায় ঢাকা থেকে রেলপথে সিলেট পৌঁছার পর সিলেট রেলস্টেশনে মহানগর যুবলীগের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
ড. মোমেন রেলপথে সিলেট ফিরছেন যেনে মহানগর যুবলীগের দু’শতাধিক নেতাকর্মী ভোর ৪টায় সিলেট রেল স্টেশনে হাজির হন। ড. মোমেন সকাল ৬টায় রেল স্টেশনে অবতরণ করলে নেতাকর্মীরা তাঁকে ফুলেল সংবর্ধনা জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুবলীগ নেতা আনিসুজ্জামান আনিছ, বেলাল খান, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ,যুবলীগ নেতা এম এ আসিফ খান, মোসাদ্দেক খান,যুবলীগ নেতা লাহিন আহমদ, নুরুল হক শিপু, ইমামুর রহমান লিটন, হোসেন আহমদ বাবু, দেলওয়ার হোসেন দিলাল, আফজল হোসেন, সাইদুর রহমান, মির্জা মারুফ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রুম্মান আহমদ মনা, সুমেল আহমদ, এড. আবুল কাশেম, ছাদেক খান, রূপম আহমদ, আবির হাসান, কুচাই ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুবলীগ নেতা মো. আবিদ, ফয়ছল আহমদ, দিদারুল আলম দিদার, শাহ নেওয়াজ, মওদুদ আহমদ, সৈয়দ নাবিদ সালেহ, আক্তার হোসেন, কয়েছ আহমদ জনি, তারেক তালুকদার, মাসুদ আহমদ, শামীম আহমদ, আশরাফ হোসেন, বাপ্পি দাস, ইসলাম উদ্দিন, মাসুদ আহমদ রুবেল, আব্দুল আহাদ, রুকন উদ্দিন, আরিফ চৌধুরী, মুশাহিদ আহমদ, হাসান আহমদ, জামাল হোসেন জামিল, আমিনুল ইসলাম আমিন, বিজয় কর্মকার, মো. জাহিদ হাসান, দিপক দাস, রাজন আহমদ,সাইদুল ইসলাম, নুরুল ইসলাম, দুলাল আহমদ, কালা মিয়া, সজীব আহমদ, মাসুদ, আরিফ আহমদ, মো. আব্দুল মান্নান, মো. শাহিন, মো. হাফিজুল, সাবেল আহমদ, আল আমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D