ভক্তদের জন্য পূর্ণিমার গান

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

ভক্তদের জন্য পূর্ণিমার গান

pronema picপ্রিয় তারকার ছবি ও গান দেখার জন্য অনেক ভক্ত লাইন ধরে টিকিট কেটে সিনেমা হলে ছবি দেখতে যান। তারকার ছবি (ভিউকার্ড) জমিয়ে বাসায় রাখেন। রাস্তায় দেয়ালে দেয়ালে ছবির পোস্টারে প্রিয় তারকার মুখ দেখে আনন্দ পান। আর তারকারাও ভক্তদের খুশি করার জন্য নানা সময় অনেক কিছুই করে থাকেন। এই যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা তার ভক্তদের জন্য শনিবার মাঝরাতে একটি গান আপলোড করেছেন। পুরনো হিন্দি ছবি ‘লোফার’-এর এ গানটি নিজ কণ্ঠে গেয়েছেন তিনি। গানটির কথা হচ্ছে ‘মে তেরি ইশকে মে মার না জায়ু কাহি…’। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘লোফার’ ছবির জন্য এ গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। প্রথমবার পূর্ণিমার কণ্ঠে গান শুনে অভিনেত্রী সূবর্ণা মুস্তাফা, সংগীতশিল্পী আঁখি আলমগীরসহ মিডিয়া অঙ্গনের অনেকে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ প্রসঙ্গে পূর্ণিমা মানবজমিনকে বলেন, এটা অনেকটা মজা করে গেয়েছি। গান নিয়ে সিরিয়াস কোনো পরিকল্পনা আমার নেই। তবে প্রথমবার আমার গাওয়া একটি গানের কিছু অংশ ভক্তদের জন্য আপলোড করলাম। সবার কমেন্ট পেয়ে ভালোই লাগছে। এদিকে, পূর্ণিমা এবারের ঈদের জন্য আরও একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন। আসছে ১৬ ও ১৭ই মে এ নাটকের শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। নাম ঠিক না হওয়া এ নাটকটি পরিচালনা করবেন আবির।