সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ভারতের রাজধানী নয়াদিল্লির সবচাইতে বড় চলচ্চিত্র আসর এবং রেড কার্পেট ইভেন্ট “দায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মার্কেট ২০২০” এ নির্মাতা রহমান মনি’র পূর্ণাঙ্গ সিনেমা “দ্যা লেটারবক্স” প্রদর্শনের জন্য অফিসিয়াল ভাবে মনোনীত হয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে সারা বিশ্ব থেকে কয়েক হাজার ছবির মধ্যে শৈল্পিক মানদণ্ড আর পেশাদারিত্ব বিবেচনায় মাত্র উনিশটি সিনেমা আন্তর্জাতিক সেক্শনে স্থান পায়, যেগুলা একুশটি বিভিন্ন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রাইজ “গোল্ডেন স্পারো এ্যাওয়ার্ড” এর জন্য লড়ে যাচ্ছে। আর আমাদের দেশের “দ্যা লেটারবক্স” তার মধ্যে একটি। হলিউড ও বলিউড সহ সারা বিশ্ব থেকে অগণিত তারকা সম্মিলনে ১৮ই ডিসেম্বের ২০২০ থেকে ১লা জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত এই ইন্ডাস্স্ট্রিয়াল উৎসবটি ইন্দিরা গান্দি সেন্টার সহ একাধারে তিনটি (ও, টি, টি) প্লাটফর্মে চলতে থাকবে। একই সময় “দ্যা লেটারবক্স” এর ওয়ার্ল্ড প্রিমিয়ারও অনুষ্ঠিত হবে।
ছবিটির পরিচালক রহমান মনি জানান, এই গুরুত্বপূর্ণ উৎসবে আমাদের দেশের কাজ উপস্থাপন করতে পেরে আমি গর্বিত এবং এই সফলতা শুধু আমার একার নয় এর অংশীদার সকল শিল্পী, কলাকুশলীসহ শুভাকাঙ্ক্ষীরা। এর কারিগরি দিক সহ সবকিছুই সিলেটে হয়েছে এবং প্রযুক্তিগত দিক থেকে এটি উন্নত বিশ্বের হাই-এন্ড প্রোডাক্শনকে অনুসরণ করে। দেশে এর মুক্তিক্ষণ বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করবে।
“জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো, আমরাই একে সহজ করি জটিল করি ” এই রকম অসংখ্য জোরালো দার্শনিক বার্তাসহ আবেগ, অনুভূতি, হাঁসি, কান্নায় ভরপুর গল্প নিয়ে এন্সিয়েন্ট মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাতে অভিনয় করেছেন যথাক্রমে সাহেদ মোশার্রফ, আবু বকর আল আমিন, পূনম কর পূজা, রওশন রুনা, হানিফ খান, শবনম জেবি, ইসমত হানিফা, ফারুক খান কয়েস, দেবী রাজলাক্শমি তালুকদার, গোলাম হায়দার সিদ্দিক, আনোয়ার হোসাইন, ফারুক আহমেদ, ,খাইরুল ইসলাম, হাবিব উল্লাহ প্রমুখ সহ স্থানীও অনেক গুনি শিল্পী ও কলাকুশলীরা।
প্রোডাক্শন এক্সিকিউটিভঃ ইমরান সানি, মিলাদ বড় ভুঁইয়া।
কারিগরি সহযোগিতাঃ রুবেল প্রোডাক্শন।
সঙ্গীতঃ ওয়াইস উদ্দদিন।
কাহিনী সংক্ষেপঃ গ্রামের একজন লক্ষ্যহীন ও নিঃসঙ্গ পোস্টমাস্টার যিনি তার অফিসের সম্মুখে রাখা পূরাতন ও জরাজীর্ণ লেটারবক্সটি নিয়ে খেলা করেন, কথা বলেন! কারন এর মধ্যে তাঁর অতীত জীবনের অনেক স্মৃতি সংরক্ষণ করা রয়েছে। একদিন অফিস কর্মকর্তাদের দ্বারা বাক্সটি প্রতিস্থাপিত হলে তিনি প্রচণ্ড ভাবে ভেঙ্গে পড়েন এবং অনুভব করেন আপনজন হারানোর বেদনা! একপর্যায়ে তিনি নিজেকে সামলে বাক্সটি পুনরুদ্বারে যাত্রা শুরু করেন এবং পথি মধ্যে কিছু কঠোর সত্যের মুখোমুখি হন যা তিনি সারা জীবন অবহেলা করতেন। আর তা হলোঃ জীবন, ভালবাসা এবং অন্যা মানুষকে সাহায্য করার আনন্দ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd