ভারত তার স্বার্থে সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে:আসিফ নজরুল

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

ভারত তার স্বার্থে সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে:আসিফ নজরুল

asif nojrul২১ আগস্ট ২০১৬, রবিবারআপনি অত্যন্ত পড়াশোনা করা মানুষ রাজনীতির কারনে হয়ত অনেক কিছু ওইভাবে বলতে চান না । মহিউদ্দিন খানকে ভারতের একতরফা নীতি নিয়ে বলার আগে আসিফ নজরুল এভাবেই শুরু করেন টকশো। আপনার প্রতি শ্রদ্ধাবোধ রেখে কয়েকটি কথা বলি। মহিউদ্দিন খানকে চ্যালেণ্জ করেই আসিফ নজরুল এই সব তথ্যগুলো তুলে ধরেন।

১.পৃথিবীর কোন দেশে একটা ন্যাশনাল কমিটি বলেছে একহাজার ছিয়াআশি টাকা টানজিট ফি দিতে হবে সেটাই নিরপেক্ষ বিশেষঞ্জ বা ঢাকা বিশ্বববিদ্যালয়ের যারা আছে তারা বলছে খুবই কম।আমাদের পোর কমিটি বলছে একহাজার সামথিং আর আমারা একশ সামথিং এ রাজি হয়ে গেলাম।

২.আপনাকে চ্যালেণ্জ করলাম পৃথিবীর কোন দেশে অন্য দেশকে নিজের তার নদীর মধ্য দিয়ে রাস্তা বানিয়ে ট্রানজিট করতে দিয়েছে। যেটা আমরা করতে দিয়েছিলাম।

পৃথিবীর কোন দেশে ভারতকে তো আমরা বন্ধু দেশ বলি, বন্ধু দেশে সীমান্তে একতরফা ভাবে আরেক দেশের সীমান্তরক্ষী বাহিনী মেরে ফেলে।

ভারত তাদের স্বার্থের কারনেই বর্তমান সরকারকে যে কোন ভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করছে বলেও মনে করছি আমরা বলেন আসিফ নজরুল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল