২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, মজলুম নেতা মওলানা ভাসানী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ কোন জাতীয় ব্যক্তিত্বকেই অসম্মান বা অস্বীকার করার অধিকার কারো নেই। অথচ আওয়ামী লীগ সেই ধৃষ্টতা দেখিয়ে চলেছে। এর খেসারত আওয়ামী লীগকে একদিন দিতেই হবে।
তিনি আরো বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন আফ্রো-ল্যাটিন ও এশিয়ার একজন কালজয়ী ও যুগোত্তীর্ণ মহাপুরুষ। প্রায় দীর্ঘ ৮০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষিত-বঞ্চিত-নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সংগ্রাম করে গেছেন। এই শতাব্দীতো বটেই, আগামী কয়েক শতাব্দীতেও ভাসানীর সমকক্ষ মহাপুরুষ ইতিহাসে যুক্ত হবেন কিনা সেটার নিশ্চয়তা দেয়া যাবে না।
আলমগীর আজ বেলা ১২টায় নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ৪০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজ রাষ্ট্রীয়ভাবে এই আজীবন সংগ্রামী মহান নেতাকে এদেশ থেকে মুছে ফেলার মহাষড়যন্ত্রে লিপ্ত এই সরকার। অথচ এই আওয়ামী লীগের জন্মদাতা তিনিই। কিন্তু এই আওয়ামী লীগই তাঁর রাজনৈতিক পিতাকে অস্বীকার করছে, অবজ্ঞা করছে এবং অসম্মান করছে। যা পুরো বাংলাদেশকে লজ্জায় নিমজ্জিত করে ফেলেছে। একটি জাতি তাঁর জাতীয় পুরুষদের অস্বীকার করে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সমৃদ্ধ হতে পারে না।
ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক নিলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি কাজী মুনিরুল হুদা’র সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নজমুল হক নান্নু, গণ সংস্কৃতি দল সভাপতি এস. আল মামুন, মশিউর রহমান জাদু মিয়া’র কন্যা ন্যান্সি রহমান, মওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক শানু এবং ডিএলএর সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D