সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এবং ভাস্কর্য বিরোধী প্রচারণায় বার বার উস্কানির প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় ব্যাংকের প্রধান ফটকে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন- পরিষদের সভাপতি কবীর আহমদ শরীফ।
সভাপতির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে আঘাত করাকে জাতীয় অস্তিত্বে আঘাত উল্লেখ করে এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা প্রকাশ করেন। এ সমস্ত কুলাংগারদের প্রতিরোধ করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি সিতাংশু শেখর রায়, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল কবীর, নীল দল সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্ত, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রত্নেশ্বর ভট্টাচার্য, ব্যাংক ক্লাবের সভাপতি জলি তালুকদার, সিবিএ সভাপতি মোঃ মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলমগীর।
এছাড়া উপস্থিত ছিলেন- তারা হলেন মো. সাইফুল ইসলাম খান, হুমায়ুন আহমেদ খান চৌধুরী, মো. সহিদ উল্লাহ, সতীশ চন্দ্র দাস, মো. আব্দুল হাদী, রবিলাল দত্ত, ধরনী কান্ত দাশ, সুভেন্দু কুমার দেব, আব্দুল কাইয়ূম, আব্দুল হাদি, রাজেশ আচার্য, লিলি রানী দেবী, রেবা রানী রায়, সুব্রত সেনাপতি, ড.শিরিন আক্তার, লক্ষীকান্ত দাস, জ্যোতিমোহন বিশ্বাস, মেহেরাজুল ইসলাম চৌধুরী,রওশন আরা বেগম, আল্পনা রানী রায়, হুমায়রা জাহান রুপু, জ্যোতিষ রঞ্জন দাস, সুমন্ত আচার্য, সিন্ধু ভূষণ পাল, রনি দে, রাজেশ্বর ভট্টাচার্য, নীহার রঞ্জন দাস, অনুকুল কুমার নাগ, রনজিত চন্দ্র মালাকার, আসাদুল হাকিম, শুভংকর দেব চৌধুরী, ধনঞ্জয় পুরকায়স্থ, মোঃ ইমরান উদ্দিন, শাওন দাস, অমিত্র সূদন পাল, শংকর চন্দ্র অলমিক, সুমি দাস, কেয়া চন্দ, মোঃ ফাহিম মিয়া, মোঃ দেলওয়ার হোসেন, বায়ানা নাওমী, এ এস মাসুম, মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, নিরুপম তালুকদার, লিভাষ চন্দ্র পোদ্দার, মোঃ জাকির হোসেন, পার্থ জ্যোতি দে, শামীম আল মামুন, আব্দুল্লাহ হিস সাদ, তানজিনা সুলতানা লাকী, সামিয়া শারমিন, মোঃ আবুল কালাম আজাদ, সঞ্জয় দেব সজীব, দ্বীন মোহাম্মদ ইবনে কায়েস, সৈকত সাহা, মোঃ আবেদ হোসেইন, মোহাম্মদ এনামুল হক, ফারজানা ইয়াসমিন, প্রণয় রায়, মিয়া মোঃ মনির মঞ্জুর, মোঃ আলমগীর, অনিমেষ কুমার নাগ, মোঃ আজিজুর রহমান, মোঃ মাহমুদুল হাসান, দিলারা বেগম, মিতালী দেবী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মনিরুল ইসলাম, ফাতেহা বেগম, মোঃকামরুল হোসেন সরকার, চয়ন কান্তি রায়, মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল মোতালেব, আতিকুর রহমান চৌধুরী, দিপুল শিকদার, দীপ চৌধুরী, রানা দাস, মোঃ ওসমান গনি, মোঃ লোকমান আলী প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd