সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
দুঃখটা বেশি বাড়িয়ে দিয়েছে ভিএআর নামের প্রযুক্তি। এটি ব্যবহার করে গোলই বাতিল করে দেন রেফারি। ফল পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়েন অলরেডরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে ১৯ মিনিটে এভারটনের হয়ে গোল শোধ করে দেন মাইকেল কিয়ান। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণ-পাল্টাআক্রমণের লড়াইয়ে অনেকটা সময় সফল হয়নি কোনো দলই। ৭২ মিনিটে গিয়ে সফল হলো লিভারপুলের সেরা তারকা মোহামেদ সালাহ। তবে অলরেডদের এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮১ মিনিটের মাথায় ওই গোলও শোধ করে দেন এভারটনের ডমিনিক কালভার্ট লুইন।
শেষ দিকে ৯০ মিনিটের মাথায় লালকার্ড দেখেন রিচার্লিসন। ১০ জনের দলে পরিণত হলে সুযোগ কাজে লাগায় লিভারপুল।
ইনজুরি টাইমে এভারটনের জাল কাঁপিয়ে উৎসব শুরু করে দিয়েছিলেন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন। কিন্তু তার হাসি মুছে দিল ভিএআর নামের প্রযুক্তি। ভিএআরের সাহায্য নিয়ে বিতর্কিত অফসাইড ধরে গোলটি বাতিল করে দেন রেফারি।
ভিএআরের আশীর্বাদে বেঁচে যায় এভারটন। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুদল।
এই ড্রয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে এভারটন। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে লিভারপুল।
ম্যাচ হাইলাইটস দেখুন-
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd