১৫ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘ভিন্নমতের কারণে যদি মানুষকে হত্যা করতে হয়-তাহলে পৃথিবী মানুষের জন্য বাসযোগ্য থাকবে না।’
মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট মাজার শরিফে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতী (রা.) এর স্মরণে দুই দিনব্যাপি ওরশ মোবারকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ধর্মীয় বিভেদের কারণে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি আরও বলেন, ‘এ উগ্র মতাদর্শকে আমি যেমন সমর্থন করি না, আমার বিশ্বাস, আপনারাও নিশ্চয়ই করবেন না।’
তিনি বলেন, ‘দৃঢ়ভাবে বলা যায়- বিশ্বের যেকোনো দেশের জন্য বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ। অন্য ধর্মাবলম্বীরাও এখানে নিষ্ঠার সঙ্গে ধর্মকর্ম পালন করেন। এটি এ দেশের ঐতিহ্য ও গর্ব। তবে মাঝে মাঝে সংবাদপত্রে ধর্মীয় বিভেদের কারণে খুন, মারামারি এবং ভাঙচুরের খবর দেখা যায়। এটা যে কেবল ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে তা নয়, মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মাঝেও এ রকম ঘটতে দেখা যায়। এক ধর্মের লোক অন্য ধর্মাবলম্বীদের সহ্য করতে না পারা অথবা ভিন্নমতের কারণে যদি মানুষকে হত্যা করতে হয়-তাহলে পৃথিবী মানুষের জন্য বাসযোগ্য থাকবে না।’
সুপ্রিমকোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি নূরুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, মাজার কমিটির সদস্য সচিব হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।
অনুষ্ঠানে ওরশ মোবারক উপলক্ষে মেধাবী ১৩১ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D