ভিপি মাহবুবের বাসায় তল্লাসীর নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

ভিপি মাহবুবের বাসায় তল্লাসীর নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি

VP mahbubবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বাসায় সাদা পোষাকধারী আইন শৃঙ্খলাবাহিনী তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী বিরোধী দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নীপিড়ন চালিয়ে যাচ্ছে অবৈধ আওয়ামী সরকার। আওয়ামী বাহিনী নির্যানত চালিয়ে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীসহ সকল নেতা কর্মীদের বাসায় আইনশৃঙ্খলাবাহিনীর তল্লাসী ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্য মূলক আচরন বন্ধ করুণ।

উল্লেখ্য: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এর বাসায় রবিবার (৩১ জুলাই) বিকাল ৫টা থেকে প্রায় ৬ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী ব্যাপক তল্লাসী চালিয়েছে সাদা পোষাক ধারি এক দল আইনশৃঙ্খলা বাহিনী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল