২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান এক বিবৃতিতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহাজাহানপুর থানা ছাত্রনেতাদের গ্রেফতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রনেতার উপর ছাত্রলীগের হামলা এবং ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী’র বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাসীর নামে তার পরিবারের লোকজনের সাথে দুঃব্যবহার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন, অবৈধ সরকার রাজনৈতিকে উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।সরকারের নির্দেশ মতো বিরোধী মতের মানুষের উপর কোন কারণ ছাড়াই অন্যায় আচরণ করা হচ্ছে।অথচ সরকারের প্রশ্রয় পেয়ে তাদের অংঙ্গ সংগঠন ছাত্রলীগ একের পর এক খুন খারাবী করে যাচ্ছে তাদের বিচার হচ্ছে না।আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের আজ্ঞাবহ করে বিরোধী মতের মানুষকে দমন করতে প্রতিনিয়ত তাদের ব্যবহার করা হচ্ছে। নেতৃদ্বয় অবিলম্ভে ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ ইসরাফিল হোসেন এর ওপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রনেতাদের বাসায় বিনা কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাসীর নামে হয়রানী বন্ধ করার দাবি জানান । প্রসংঙ্গত গতকাল মঙ্গবার বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সাজার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঘোষিত দুইদিনের কর্মসূচীর শেষ দিনে কবি জসীম উদদীন হল শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সাইফুল,কবি জসীম উদদীন হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়ালিউর রহমান জনি ও রুবায়েত শাহনেওয়াজকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। একই কর্মসূচী চলাকালে গত ৩১ জুলাই মালিবাগ বিশ্বরোডে খিদমা হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল থেকে শাহাজাহানপুর থানা ছাত্রদল নেতা মোঃ নাঈম ইসলাম ও মোঃ সামিদুলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে ৪২তম ব্যাচের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ও শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থী মোঃ ইসরাফিল হোসেন ঢাকা থেকে ক্লাস করতে বিভাগের আসেন । এ সময় শাখা ছাত্রলীগের উপ-পরিবেশবিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ছাত্রলীগের কার্যকরী সদস্য মাহবুব হাসান শান্ত, মাহফুজুল হক সানি, শহীদ সালাম-বরকম হলের সংগঠনিক সম্পাদক কার্তিক ঘোষ নিরব ও কার্যকরী সদস্য মাহিন শাহরিয়ার কোনো কারণ ছাড়াই মো. ইসরাফিলকে মারধর শুরু করেন । ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরীর বাসায় গত ৩১ জুলাই সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাহবুবুল হক চৌধুরীকে গ্রেফতার করার জন্য অভিযান চালান। তাকে না পেয়ে তার পরিবারের সাথে চরম দুঃব্যবহার করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D