ভিশন ২১ বাস্তবায়নে সকল নেতা কর্মীদের এগিয়ে অাসার অাহবান এমপি ইমরান আহমদের

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

ভিশন ২১ বাস্তবায়নে সকল নেতা কর্মীদের এগিয়ে অাসার অাহবান এমপি ইমরান আহমদের

dsc_1192৩০ অক্টোবর ১৬. রবিবার: বাংলাদেশের দ্বিতীয় হাইটেক পার্কের পর কারিগরি বিশ্ববিদ্যালয় হবে কোম্পানীগঞ্জ এমনটাই অাশ্বাস দিয়েছেনডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা ইমরান আহমদ এম.পি।

14874870_1057836747648320_103734581_nঅাজ (৩০ শে অক্টোবর) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের বড় গ্রাম খ্যাত দলইর গাঁও পৃর্বপাড়া-কোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও সংক্ষিপ্ত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।

তিনি অার বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড।একমাত্র শিক্ষাই পারে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে।শিক্ষাক্ষেতে পিচিয়ে থাকা কোম্পানীগঞ্জকে শিক্ষার অালো দিয়ে অালোকিত করতে হবে।
dsc_1152হাইটেক পার্ক শিল্পক্ষেত্রে যেমন অবদান রাখবে,কারিগরি শিক্ষার জন্য একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রয়োজন।অাপনারা অামাকে কাজ করতে সাহায্য করুন।জননৈত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং ভিশন ২১ বাস্তবায়নে সকল নেতা কর্মীদের এগিয়ে অাসার অাহবান জানান।

তেলিখাল ইউ/পি অাওয়ামীলীগের সভাপতি মাষ্টার কমর উদ্দিন’র সভাপতিত্বে ও সিলেট জেলা অাওয়ামী প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম.সোহেল অাহমেদ-এর সঞ্চারনায়।

dsc_1120এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ,সিলেট জেলা অাওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.মাহফুজুর রহমান কোম্পানীগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অাপ্তাব অালী কালা,যুগ্ম-সাধারন সম্পাদক জয়নাল অাবেদীন,উপজেলা ভাইস চেয়ারম্যান সামছুল হক(রড), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা,কোম্পানীগঞ্জ যুবলীগের অাহবায়ক ইকবাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,পশ্চিম ইসলামপুর অাওয়ামীলীগের সভাপতি শামিম অাহমদ, উপজেলা অাওয়ামীলীগেরর বন ও পরিবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, তেলিখাল ইউ/পি সাবেক চেয়ারম্যান নুর মিয়া, মাষ্টার মখলিছুর রহমান, ইউ/পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অামিনুল ইসলাম, দক্ষিন রনিখাই অাওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মন্তাজ অালী, সিরাজ, জামাল উদ্দিন, নাজমুল ইসলাম, সুবোধ রঞ্জন (বুলী), কামাল।যুবলীগনেতা এখলাছ অালী,জমির হোসেন,জামাল উদ্দিন, সাব্বির অাহমদ, সোহেল অাহমদ, মুহিবুর রহমান (শিশু)।ছাত্রলীগ নেতা শামীম অাহমদ, লোকেছ অাহমদ, তমিজ, জুনেদ অাহমদ, সাজ্জাদ মিয়া, শিপন চন্দ্র, নাজিম-প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল