ভূমিকম্পে দেয়াল ধসে গুরুতর আহত ২

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

ভূমিকম্পে দেয়াল ধসে গুরুতর আহত  ২

W-M-College-Pic-300x251বুধবার বিকেল সাড়ে পাচটার দিকে সিলেটে প্রচন্ড বৃষ্টি ও ঝড়ে সিলেট উইমেন্স মেডিকলে কলেজ হাসপাতালের ১০তলা থেকে দেয়াল ধসে পড়ে দুই জন গুরুতর আহত হয়েছেন।এসময় হাসপাতালের ম্যানিফোল্ড রুমের টিনের চাল ও নিচে থানা একটি ভ্যান গাড়ী ক্ষতিগ্রস্থ হয়।  জানা যায় হাসপাতালে ভেতরে রেষ্টুরেন্টে মালামাল নিয়ে আসা দুই জন ভ্যান চালকের উপর দেয়ালটি ধসে পড়ে। এসময় পিটে ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তারা।  আহতরা হলেন, ভ্যান চালক হাসান আহমদ (৪২) , ও সাদ মিয়া (৩৫)। আহত অবস্থায় তাদেরকে উইমেন্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৰসা প্রদান করা হয়। হাসপাতাল সুত্রে জানা যায় তাদের চিকিৱসা ও ঔষধপত্র প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল