সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠার পর কিছু সময় কল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে মোবাইল ফোন গ্রাহকদের।
বুধবার রাতে ভূকম্পনের পর বিভিন্ন অপারেটরের একাধিক গ্রাহক বলেন, তখন চেষ্টা করেও ফোন করা যাচ্ছিল না।
কী কারণে এই সমস্যা হয়েছিল, জানতে চাইলে একটি অপারেটরের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের পর একযোগে সবাই মোবাইল ফোনে অন্যজনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল। এর ফলে একযোগে সুইচিং সেন্টারগুলোতে চাপ পড়ায় কল আদান-প্রদানের সমস্যা দেখা যায়। তবে কয়েক মিনিট পরই তা স্বাভাবিক হয়ে আসে।
বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে থেকে থেকে কম্পন অনুভূত হতে থাকে রাজধানীতে। উঁচু ভবনগুলো দুলতে থাকায় অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে।
ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের খোঁজ জানতে ব্যতিব্যস্ত দেখা যায় নগরবাসীকে।
ভূমিকম্পে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ঢাকার মগবাজারের একটি মাদ্রাসার বেশ কয়েকজন শিশু আহত হয়েছেন। সিলেটে আহত হয়েছেন অন্তত ১০ জন। চট্টগ্রামে কয়েকটি ভবনে হেলে পড়ার খবরও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে ৬.৯ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, এটা ছিল শক্তিশালী ভূমিকম্প। নিকট অতীতে আমাদের আশপাশে শুধু নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd