সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় যাবে সেটা আজ বড় বিষয় নয়। আজ আমরা যারা আছি, আগামীতে তারা কেউ হয়তো থাকব না। দেশ থাকবে, জাতি থাকবে। সেই দেশ ও জাতীর বর্তমান ও ভবিষ্যত আজ বিপন্ন। আমাদের কোনও অর্জনই টিকবে না যদি আমরা সন্ত্রাস দমন করতে না পারি, যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি। তাই, কাল বিলম্ব না করে আমরা সব ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। আজ গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় গুলশান হামলায় নিহত দেশী-বিদেশী নাগরিকদের আত্মার কল্যাণ কামনা করে তাদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জানান। তিনি এই হামলাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে তার নিন্দা জানান। বিএনপি চেয়ারপারসন আরও বলেন, এই সংকট কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে সমাধান হবে না। বিরোধী মত দমনের মধ্যে এর সমাধান হবে না। তিনি রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, গণতন্ত্রহীন দেশে স্বৈরাচারী শাসন, দমন নীপিড়নের ব্যবস্থা, অধিকারহীন সমাজ ও আইনের শাসনের অনুপস্থিতি, অর্থনৈতিক বৈষম্য এই সুশিক্ষার অভাব ক্রমাগত চলতে থাকলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের মাধ্যমে এই কারণগুলো দূর করতে না পারলে সন্ত্রাস নিমূল করা যায় না। জনগণের অংগ্রহণ ছাড়া এই ধরণের জাতীয় সংকট নিরসন সম্ভব নয়। আর কেবল গণতনন্ত্রই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd