ভেনাসের লজ্জাজনক হার

প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

ভেনাসের লজ্জাজনক হার
13ক্রীড়া ডেস্ক
বিশ্বের সাবেক এক নম্বর মহিলা টেনিস তারকা ভেনাস উইলিয়ামস দুর্বল প্রতিপক্ষ কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভার কাছে লজ্জাজনকভাবে হেরে গেছেন। সেরেনা উইলিয়ামের বড় বোন ভেনাসকে ভলভো কার ওপেন টেনিস আসরের শেষ ষোলতে পুতিনসেভা ৭-৬, ২-৬ ও ৬-৪ সেটে পরাজিত করেন।
এই হারের ফলে আপাতত ৩৫ বছর বয়সী ভেনাসের ৫০তম ডব্লিউটিএ শিরোপা জেতা হলো না। ভেনাস ছিলেন আসরের তৃতীয় বাছাই খেলোয়াড়। তিনি ডব্লিউটিএ এর সর্বকালের সেরা শিরোপাজয়ীদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন।
২১ বছর বয়সী পুতিনসেভা তার ক্যারিয়ারে এই প্রথম ভেনাসকে পরাজিত করলেন। তিনি জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে খেলবেন ইতালির সারা ইরানির বিপক্ষে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল