মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ওরিয়েন্টেশন

সংভাদ ডেস্ক: জাতীয় বিশ্বদ্যিালয় অধিভ্ক্তু নগরীর মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে মঙ্গলবার দুপুর ১২টায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ হেনা সিদ্দীকির সভাপতিত্বে ও অধ্যাপক লাকী বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহ্বায়ক অধ্যাপক পার্থ সারতী নাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সুপর্ণা রায়, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, অধ্যাপক এনামূল হক চৌধুরী, অধ্যাপক শেখ মো. মাহমদ উল্লাহ, অধ্যাপক আজির উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রউফ নয়ন প্রমূখ।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক বদরুল আলম খান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা ইয়াছমিন চৌধুরী।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বহুমুখী জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই তোমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, তোমরা স্মার্ট হতে পারবে। আর এই ব্যাপারে মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকা দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল