১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬
২৪ সেপ্টেম্বর ২০১৬, শনিবার: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় নৈশভোজ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। বৃহস্পতিবার রাতে মঈন খানের গুলশানের বাসভবনে তারা এ নৈশভোজে অংশ নেন। সূত্র জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভুটানের রাষ্ট্রদূত-চার্জ দ্য আফেয়ার্স, যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল, আমেরিকান সেন্টারের চিফ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পলিটিক্যাল কাউন্সিলর এবং ঢাকাস্থ ডিআই প্রধানসহ বেশ কয়েকজন কূটনীতিক এ নৈশভোজে অংশ নেন।
ড. মঈন খানের সহধর্মিণী ড. রুখসানা খানের রান্না করা ১২ পদের তরকারি দিয়ে কূটনীতিকদের আপ্যায়ন করানো হয়। দলীয় সূত্র জানায়, এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে অবস্থান করায় বিএনপি চেয়ারপারসন কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেননি। এ ছাড়া দলের নীতি-নির্ধারক ফোরামের সদস্যদের মধ্যে যে কয়জন কূটনৈতিক বিষয়াদি দেখভাল করেন তাদের অন্যতম ড. মঈন খান। মার্কিন ডেমোক্রেটিক পার্টির আমন্ত্রণে দলটির কনভেনশন, নমিনেশন ও প্রচার প্রক্রিয়া পর্যবেক্ষণসহ ব্যক্তিগত কারণে ড. মঈন খানও তিনমাস মাস ধরে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে ছিলেন।
দেশে ফিরেই তিনি তার বাসায় কূটনীতিকদের নিয়ে এ ঈদপুনর্মিলনী ও নৈশভোজের আয়োজন করেন। সূত্র জানায়, নৈশভোজে বাংলাদেশের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাও করেছেন কূটনীতিকরা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D