২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টএশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) –এর দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই অনুমোদনের ফলে আপটা’র নতুন সদস্য হচ্ছে মঙ্গোলিয়া।
সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনুমোদন দেওয়া এ চুক্তির সংশোধনে নতুন সদস্য মঙ্গোলিয়া যুক্ত হচ্ছে। আপটা’র বর্তমান সদস্য দেশ ছয়টি। বর্তমানে সদস্য দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, লাওস ও শ্রীলঙ্কা। নতুন এ সদস্য নিয়ে আপটা’র সদস্য সংখ্যা দাঁড়াবে সাতটিতে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, মঙ্গোলিয়ায় ৩৩৩টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে সদস্য দেশগুলো। মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সংশোধনী এনে নতুন প্রস্তাব করা হচ্ছে মঙ্গোলিয়াকে সদস্য অন্তর্ভুক্ত করার। সদস্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০ থেকে ৩০ শতাংশ।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, সাধারণ তালিকায় সব সদস্য দেশের জন্য ৫৯৮টি পণ্যে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে। আর স্পেশাল লিস্ট ফর এলডিসি’র (স্বল্পোন্নত দেশ) জন্য অতিরিক্ত আরও চারটি পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে ২০ থেকে ৫০ শতাংশ। বাংলাদেশ থেকে মোট ৬০২টি পণ্যের শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে সদস্য দেশগুলোতে।
সচিব আরও জানান, চীন সাধারণ তালিকায় দুই হাজার ১৯১টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ সুবিধা দেবে। আর এলডিসির জন্য ১৮১টি পণ্যে সাড়ে ১২ শতাংশ ছাড় দেবে। ভারত দুই হাজার ৩৩৪টি পণ্যে শুল্ক সুবিধা দেবে ৫ থেকে ১০০ শতাংশ। আর এলডিসির জন্য ১৪ থেকে ১০০ শতাংশ শুল্ক ছাড়া দেবে ভারত।
দক্ষিণ কোরিয়া দুই হাজার ৭৯৬টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০ থেকে ৫০ শতাংশ। এলডিসির জন্য ৯৬১টি পণ্যের ছাড় দেবে ২০ থেকে ১০০ শতাংশ। একইভাবে শ্রীলংকা ৫৮৫টি পণ্যে শুল্ক ছাড় দেবে। আর এলডিসির জন্য ৭৫টি। এছাড়া লাওস ৯৯টি পণ্যে ২০ থেকে সাড়ে ৩৭ শতাংশ ছাড় দেবে।
আপটা সম্পর্কে সচিব বলেন, ‘১৯৭৫ সালে ব্যাংককে বাণিজ্য চুক্তির পর ২০০৫ সালে আপটা নামকরণ করা হয়। এটা ব্যাংকক এগ্রিমেন্ট নামে পরিচিত। যদিও ব্যাংককের সদস্য নয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D