১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
স্বল্প সময়ের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের বাসায় ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা লাগাতে গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেল সপ্তাহে এ সংক্রান্ত একটি চিঠি গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদ উল্লাহ খন্দকার মানবজমিনকে বলেন, গণপূর্ত অধিদপ্তরকে মন্ত্রিসভার সব সদস্যের বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় বাজার থেকে এসব যন্ত্র কিনে তারা স্থাপন করবেন। গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। বেশিরভাগ সদস্যের বাড়িতেই সিসিটিভি নেই। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে মিনিস্টার্স, স্টেট মিনিস্টার্স অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) রুলস অনুযায়ী সিসিটিভি’র বিষয়ে ব্যবস্থা নিতে
গণপূর্ত সচিবকে অনুরোধ জানিয়েছে। এর ভিত্তিতে গণপূর্ত মন্ত্রণালয় কাজটি করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেয়। যার ভিত্তিতে কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার সব সদস্যের বাড়িতে এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য তাদের নিজস্ব বাড়িতে বসবাস করেন। এসব বাড়িতে সিসিটিভি ক্যামেরা নেই। তাই ওই সব বাড়িতেও সিসিটিভির আওতায় আনা হবে। এদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীগুলো মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছে। এর ভিত্তিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বিভিন্ন প্রোগ্রামে গেলে বা তাদের আবাসস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাদা পোশাকে অনেক পুলিশ সদস্য তাদের বাড়িতে দায়িত্ব পালন করছে। এখন নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D