মন্ত্রীর পাশে দাঁড়াতে দুই চেয়ারম্যানের ধস্তাধস্তি!

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

মন্ত্রীর পাশে দাঁড়াতে দুই চেয়ারম্যানের ধস্তাধস্তি!

ফেনী প্রতিনিধি: সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পাশে দাঁড়ানোর জন্য ফেনীর দুই চেয়ারম্যানকে ধস্তাধস্তি করতে দেখা যায়। শুক্রবার বিকেলে ফেনীর মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় , গত শুক্রবার বিকেলে সড়ক ও সেতু মন্ত্রী ফেনী আসেন। এসময় তিনি গাড়ি থেকে নামার পরেই যাওয়ার সময় মন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল ও ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোজ্জামেল হক বাহারকে প্রতিযোগীতায় নামতে দেখা যায়। এক পর্যায়ে চেয়ারম্যানদের মাঝে ধস্তাধস্তির শুরু হয় এবং ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানকে এক পর্যায়ে পিছনে পেলে মোজ্জামেল হক মন্ত্রীর পাশে অবস্থান নেয়।

তবে এ প্রসঙ্গে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান বলেন, সেতুমন্ত্রী আসার পর মহিপালে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে কেউ ধাক্কা দিলে এমন পরিস্থিতি তৈরী হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল