২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়কে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া ওই চিঠিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা, দুই শতাধিক মসজিদসহ অন্যান্য স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে আইএস পরিচয়ে এ হুমকি দেওয়া হয় বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা অনীল কুমার রায়।
চিঠি পাওয়ার পর অনীল কুমার রাত ১১টার দিকে নকলা থানায় সাধারণ ডায়রি করেছেন।
এ ব্যাপারে অনীল কুমার রায় জানান, রাত ৯টার দিকে বাড়ি দরজার নিচ দিয়ে আরবি ও বাংলার সংমিশ্রণে লেখা চিঠিটি কে বা কারা দিয়ে যায়। চিঠিতে আই এসের পরিচয় দেওয়া হয়েছে।
নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দার বলেন, সাধারণ ডায়রি করার পর আমরা তদন্ত শুরু করেছি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D