মহানগর আওয়ামী লীগের শোক র‌্যালি

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

মহানগর আওয়ামী লীগের শোক র‌্যালি

ic-15.08.16বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
সোমবার সকালে নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ  হয়।
র‌্যালিতে অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা আলহাজ সিরাজুল ইসলাম, এডভোকেট রাজ ঊদ্দিন, কয়েছ গাজী, আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, শফিউল আলম নাদেল, এটিম হাসান জেবুল, নুরুল ইসলাম পুতুল, তপন মিত্র, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, ফাহিম আনোয়ার চৌধুরী, জুবের খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, গোলাম সুবহান চৌধুরী দিপন, এডভোকেট জুনেল আহমদ, কামাল আহমদ, আলম খান মুক্তি, মুশফিক জায়গীরদার, আফতাব খান, দেবাংশু দাস মিটু, ছাত্রলীগ নেতা আব্দুল বাছিত রুম্মান, আব্দুল আলীম তুষার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল