মহানগর ছাত্রদল নেতা সনি’র মুক্তির দাবীতে মীরবক্রাসটুলা ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

মহানগর ছাত্রদল নেতা সনি’র মুক্তির দাবীতে মীরবক্রাসটুলা ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল

JCD--01সিলেট মহানগর ছাত্রদল নেতা রাইসুল ইসলাম সনির মুক্তির দাবীতে মীরবক্রাসটুলা ইউনিট ছাত্রদলের উদ্যোগে নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে চৌহাট্র পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু এবং মতিউর রহমান শিমুল এর যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদল নেতা সাফরান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, মুহিবুর রহমান শিপলু, নাছির উদ্দিন রহিম।
JCD--02আরোও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা জাবের হোসেন, মাহবুব আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, আবু মোন্তাসির চৌধুরী সাব্বির, নাজিম উদ্দিন, সামাদ আহমদ আকাশ, ফয়েজ আহমদ, এহসান আহমদ সায়মন, রুহেল আহমদ, আশরাফুল ইসলাম অনি, আর ডি আকাশ, আনোয়ার হোসেন সাহান, আবুল কাহের সাদী, রুম্মন আহমদ রাজু, নজমুল ইসলাম, সালেহ আহমদ তাপাদার, সাহান আল মাহমুদ খান, সাওয়াল হোসেন সাগর, তোয়ায়েল আহমদ, মাহী, আজিজুর রহমান নাঈম, এহসান আহমদ হিমেল, নোমান আহমদ, ইয়াহিয়া চৌধুরী, শাকিল আহমদ, জারিফ আহমদ নয়ন, অভি আহমদ, হাসান আহমদ, শামীম হোসেন, সাকির হাজারী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ বক্তারা অবিলম্বে যুবদল নেতা আরজু আহমদ, মেহদী হাসান সফু, কাওসার হোসেন খান ও রুবেল আহমদসহ কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তির দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল