মহান বিজয় দিবস উপলক্ষে যুবলীগ নেতা মুশফিকের অভিবাদন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

মহান বিজয় দিবস উপলক্ষে যুবলীগ নেতা মুশফিকের অভিবাদন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার এক শ্রদ্ধাঞ্জালীতে বলেন, ১৬ ডিসেম্বর। আমাদের গৌরবের মহান বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধপর্বের অবিস্মরণীয় একটি দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। ১৯৭১ সালের এ দিনে বিশ্বের মানচিত্রে জন্ম হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের কুহেলিকা ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি।

রক্তনদী পেরিয়ে আসা আনন্দ-বেদনায় মিশ্র বিজয় দিবস। বিজয়ের গৌরবের বাঁধভাঙা আনন্দের দিন। একই সঙ্গে আজ লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বল হওয়ারও দিন। পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তর সালের এ দিনে ঢাকার ওই সময়ের রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জাতি স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে। সেদিন জাতি নির্ভয়ে গেয়ে উঠেছিল বিজয়ের অবিনাশী গান। সেই থেকে ১৬ ডিসেম্বর এ জাতির অহঙ্কারের বিজয় দিবস।

মহান বিজয় দিবসকে বাঙালি জাতির গৌরবের দিন উল্লেখ করে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতির দীর্ঘ আন্দোলনের ফসল আমাদের বিজয় দিবস। বিজয়ে চেতনা উদ্ভুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কাজ করতে হবে। (বিজ্ঞাপন)

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল