মহিলা আইনজীবী সমিতির বাল্য বিবাহ প্রতিরোধ আলোচনা

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

মহিলা আইনজীবী সমিতির বাল্য বিবাহ প্রতিরোধ আলোচনা

প্লান বাংলাদেশের অর্থিক সহযোগীতায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির গার্লস এডভোকেসী এলায়েন্স কর্তৃক আয়োজিত (Child Protection Group (CPG) Formation (শিশু সুরক্ষা গ্র“প তৈরী) অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা, শিশু পাচার সহ শিশুদের উপর সহিংসতা রক্ষায় করণীয় ও বিদ্যমান বাল্য বিবাহ আইন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশনেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানারা বেগম।
RDC’র সভাপতি ও FIVDB’র সাবেক সহযোগী পরিচালকা সমিক সহিদ জাহান, BNWL’র আইনজীবী এডভোকেট জাফিয়া জালাল, ঝরণা তরুণ সংঘের সভাপতি সাজুওয়ান আহমদ, ঝর্ণারপাড় জামে মসজিদের ইমাম মোঃ এখলঅছুর রহমান, স্কুল কমিটির সদস্য অঅব্দুল মালেক, ধর্মীয় দৃষ্ঠি কোণ থেকেও বাল্য বিবাহ নিষিদ্ধ ও বাল্য বিয়ের ফলে একটি শিশুর শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে। আগামী দিনের সুস্থ নাগরিক গড়ার জন্য অন্তরায়। বাল্য বিয়ের ফলে একটি শিশু অনেক ক্ষেত্রে অরক্ষিত থাকে। আলোচনায় অংশনেন আরও জালাল উদ্দিন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমা খাতুন, জোছনা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন গার্লস এডভোকেসী প্রজেক্ট এর বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী। বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন স্কুলের শিক্ষার্থী অর্পা পাল ও শাহজালাল কলেজের শিক্ষার্থী ইমরান আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল