মাদ্রক সম্রাট তৈমুস আলীর অপকর্ম

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

মাদ্রক সম্রাট তৈমুস আলীর অপকর্ম

সিলেটনগর বিভিন্ন স্থানে তৈমুস আলী প্রশাসনের নাকের ডগায় বসে পাইকারী ও খুচরা মাদক বিক্রয় করে আসছে। অনুসন্ধানে জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের লোহারমহল গ্রামের তৈমুস আলী দীর্ঘ প্রায় ২ বছর যাবত সিলেট নগরীর ছড়ারপার, চালিবন্দর, নতুন ও পুরাতন হকার্স মার্কেট, বন্দরবাজার পোষ্ট অফিস, সিটি কর্পোরেশনের আশপাশ এলাকায় তার মাদক বিক্রয়ের মূল কেন্দ্র বিন্দু। বিগত কয়েক দিন পূর্বে লালদীঘিরপারের টাউন বডিং কর্তৃপক্ষ মাদক সহ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রায় দেড় মাস কারাবরনের পর বের হয়ে আবার সেই মাদ্রক বিক্রয়ে কাজ শুরু করে। যদি কেউ তাকে বাধা প্রদান করে সে তাকে পুলিশের সহযোগিতায় বিভিন্ন মিথ্যা মামলা ঢুকানো সহ প্রাণে হত্যার হুমকি প্রদান করে।
সে নগরীর বন্দর বাজারের বিভিন্ন হোটেলে একেক সময় একেক নাম ব্যাবহার করে রাত্রী যাপন করে। তার সহযোগি হিসাবে বন্দর বাজারের অনেক ব্যাবসায়ী ও প্রভাবশালীরা রয়েছেন। প্রশাসনের সহযোগিতা তার সেই প্রত্যেক দিন যুব সমাজ ধ্বংসকারী ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও হিরোইন সহ মাদ্রক দ্রব্য বিক্রি করছে। যুব সমাজ বিনষ্টকারী এই সকল মাদ্রক দ্রব্য বিক্রয় করে দেশ ও জাতিকে টেলে দিচ্ছে চরম হুমকির দিকে।

সূত্র: সিলেটের সংবাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল