সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুন্ড। আর এই মাধবকুন্ডের ঝর্ণার পানি যে খাল বা ছড়া দিয়ে বয়ে গেছে হাকালুকি হাওর অঞ্চল পর্যন্ত তার নাম মাধবছড়া নামে পরিচিত। মাধব ছড়ায় (খালে) প্রতিনিয়ত রাতের আঁধারে বিষ প্রয়োগ করে চলছে মাছ শিকার। এক শ্রেণীর অসাধু জেলে বিষ দিয়ে মাধব ছড়ায় মাছ শিকার করছে। এ কারণে হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। হাত বাড়ালেই মাছ শিকারের ঔষধের সহজলভ্যতার কারনে এসব কীটনাশক বা বিষ ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মাধবছড়ার জীব-বৈচিত্রও।
এদিকে বিষ দিয়ে মাছ শিকারের ফলে শুধু মাধবছড়ার মাছ বা জীব-বৈচিত্র নয়,এই বিষ মিশ্রিত পানিগুলো নিম্নাঅঞ্চল তথা হাকালুকি হাওরের পানির সাথে একত্র হচ্ছে ফলে হুমকীর মুখে পড়ার আশক্খা রয়েছে হাকালুকি হাওর তথা নিম্নাঅঞ্চল। সরেজমিন পরিদর্শনে খোঁজ নিয়ে জানা গেছে, মাধব ছড়ায় আছে প্রায় শতাধিক প্রজাতির মাছ। কিন্তু বিষ প্রয়োগের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে সব ধরনের মাছ-সহ জলজ প্রাণী। মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের প্রবণতা শূন্যের কোটায় নিয়ে আসতে কঠোর অভিযানের প্রস্তুতি এবং অতিদ্রুত এসকল বিষ প্রয়োগ-কারিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মৌলভীবাজার প্রতিনিধি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd