মাধবপুরে ডাকাত সরর্দার গ্রেফতার

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

মাধবপুরে ডাকাত সরর্দার গ্রেফতার

20964হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ধর্মঘর বাজার এলাকা সোমবার ভোর রাতে ডাকাত সরর্দার ইদ্রিছ মিয়া ওরফে লাউয়া মিয়া (৫০) কে গ্রেফতার করেছে।

ওইদিন ভোরে থানার উপ- পরিদর্শক(এসআই) মুমিনুল ইসলা গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার ধর্মঘর বাজার  এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের অনত্যম সরর্দার  উপজেলার কালিকাপুর  গ্রামের জবান আলীর ছেলে ইদ্রিছ মিয়াকে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল