মানবতাবিরোধী অপরাধ: গুলি করেও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

মানবতাবিরোধী অপরাধ: গুলি করেও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে

manobotaberodiমানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

রায় ঘোষণার আগে বেলা পৌনে ১১টার দিকে ২৮৯ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি শাহিনুর ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও অন্য পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আশরাফ হোসেন, আবদুল হান্নান ও মো. আবদুল বারী। এ তিনজনই পলাতক।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন শামসুল হক, এস এম ইউসুফ আলী, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. হারুন ও মো. আবুল কাসেম।

ট্রাইব্যুনালের এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান, ব্যারিস্টার এহসান সিদ্দিকী ও অ্যাডভোকেট এন এইচ তামিম। পলাতক ছয়জনের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস সুবহান তরফদার।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল