সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে প্রক্টরের বাধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় ফয়সাল আহমেদ শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাযিরুল আযিম বিশ্বাস, সুদীপ্ত ভাস্কর অর্ঘ্য, নিশাত জাহান নিসা, তানভীর আকন্দ, তাবিয়া তাসনীম আনিকা, স্বপন আহমেদ প্রমুখ। সমাবেশে নাযিরুল আযিম বিশ্বাস বলেন, মানববন্ধন হচ্ছে জনমত গঠনের প্রক্রিয়া। এর জন্য প্রশাসনের অনুমিত নিতে হয় না।
যদি অনুমতি নিতে হতো ১৯৫২, ৬৬ কিংবা ৭১ সালের আন্দোলন হতো না। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আইন বা নিয়মনীতি করার সময় শিক্ষার্থীদের কোন মতামত নেয়া হয় না।
এসময় সুদীপ্ত ভাস্কর অর্ঘ্য বলেন, ঈদেরছুটি, পূজার ছুটিসহ যেকোনো ইস্যুকে কেন্দ্র করে হল বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানুয়ারি মাস শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। এসময়ে শিক্ষার্থীরা নতুন করে টিউশন নেয়ার সুযোগ পায়। সমাবর্তনের পরবর্তী সময়ে তারিখ থেকে হল বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের কোন যৌক্তিকতা আমাদেরকে দেয় না। গতকাল আমাদের মানববন্ধনে শিক্ষার্থীর উপস্থিতি হারের কারন দেখিয়ে মানববন্ধন নৎসাত করে দেয় প্রশাসন। সংখ্যার ভিত্তিতে সত্য মিথ্যা বিবেচনা করা কখনোই কখনোই যৌক্তিকতার মধ্যে পড়ে না।
নিশাত জাহান নিসা বলেন, শীতকালীন সময়ে মেয়েদেরকে পূর্বের সময়ের তুলনায় এক ঘন্টা আগে প্রবেশ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বন্ধ হয় রাত আটটায়। তবে আমাদের হলে প্রবেশ করতে হয় সন্ধ্যা সাতটায়, এটি হাস্য রসাত্মক কৌতুক বলে হয়।
প্রসঙ্গত, আগামী বছরের আট জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন। এসময় ক্যাম্পাস ও আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল বন্ধের প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শাবি প্রতিনিধি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd