মানসিক রোগী ছিলেন দীপিকা!

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

মানসিক রোগী ছিলেন দীপিকা!

vdijuch-696x464১৩ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: দীপিকা পাড়ুকোন এখন বলিউডের সেরা অভিনেত্রি। তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক আদায় করেন এবং সেটা বক্স অফিসে সুপারহিটও হন। সেই দীপিকাকে বাইরে থেকে যতই শক্তপোক্ত লাগুক না কেন, তিনি একসময় যে মানসিক রোগে ভুগছিলেন, তা প্রকাশ্যে জানিয়ে দিলেন। ইউটিউবে দেখা যায়, নিজের অতীতের এসব কথা বলতে গিয়ে একেবারে কেঁদে ফেললেন দীপিকা পাড়ুকোন!

সম্প্রতি মানসিক অবসাদ বিষয়ক এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সেখানে কথা বলতে গিয়ে দীপিকা বলে ওঠেন, ‘কয়েক বছর আগে আমার সঙ্গে দেখা করতে আমার বাড়ির লোকজন এসেছিল। তারা চলে যাওয়ার সময় আমি একা আমার ঘরে বসে ছিলাম। আমাকে মা বারবার জিজ্ঞেস করেছিল, কিছু হয়েছে? আমি মাকে বলতে পারিনি। মায়ের বারবার প্রশ্ন করায় শেষমেশ নিজেকে আটকাতে পারিনি। কেঁদে ফেলেছিলাম। জানিয়ে ছিলাম আমার মানসিক সমস্যার কথা!’

তিনি আরো বলেন, ‘অন্যান্য রোগের মতো মানসিক অবসাদও একরকম রোগ। এটির চিকিৎসা করা উচিত। আমি আমার পরিবারের সঙ্গ পেয়েছি। পরিবারের সঙ্গ পাওয়া খুব দরকার। আর নিজেকে প্রতিনিয়ত ভালো কাজে ব্যস্ত করে তুলতে হবে।’