সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চলতে শুরু করলেও ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকা গণ ও পণ্যপরিবহন ধর্মঘটের তৃতীয় দিন চলছিলো বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)।তবে ৭২ ঘন্টা শেষ হওয়ার আগেই ধর্মঘটটি শিথিল করেছে এ সংগঠন। তাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার থেকে সিলেট বিভাগজুড়ে সকল ধরনের যানবাহন চলাচল করতে শুরু করেছে। বিষয়টি জানিয়েছেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।তিনি জানান, খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন এবং দেশের বিভিন্ন স্থান থেকে শাহজালাল-শাহপরাণ মাজারে জিয়ারতে আসা অসংখ্য মানুষের কথা বিবেচনা করে আমরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এ ধর্মঘট কর্মসূচি শিথিল করেছি। বৈঠকের মাধ্যমে নেতৃবৃন্দ পরবর্তী সিদ্ধান্ত নেবেন।সিলেটের পাথর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগের চার জেলায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর সিলেট পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সমর্থনে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক সংগঠ।বৃহস্পতিবার ছিলো এ ধর্মঘটের তৃতীয় ও শেষ দিন। আজ সারাদিন সিলেটের সঙ্গে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd