মারুফ কামাল খানের তথ্য…………

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৬

মারুফ কামাল খানের তথ্য…………

Marruf Kamal Khan৬ মে শুক্রবার মারুফ কামাল খান তার ফেইসবুক পোষ্টে যে তথ্য প্রদান করেছেন তা হুব হুব তুলে ধরা হলো:-

বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ-অর্থনীতিবিদ, সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুকের সংসদীয় আসন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল)।
ওই আসনে ২০০১ সালে তিনি যাকে হারিয়ে এমপি হয়েছিলেন তার ভাই এখন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের একজন তদন্ত কর্মকর্তা। নাম এম. সানাউল হক মিয়া। এই সানাউলই সাংবাদিকদের বলেছেন, ড. ফারুকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে পাক বাহিনীর সংগে দহরম মহরমের অভিযোগ আছে।
সানাউল নিজে ২০১৪ সালে ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী হবার জন্য নমিনেশন পেপার সংগ্রহ করেছিলেন। তবে আসনটি জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুকে ছেড়ে দেয়ায় সানাউলের কপালে সে যাত্রায় শিকে ছেঁড়েনি। তবে আগামীতে সানাউল পেতে চান আওয়ামী মনোনয়ন। আর সে ক্ষেত্রে বিএনপি ইলেকশন করলে ড. ফারুককেই মোকাবিলা করতে হবে তাকে। অতএব….

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল