২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬
২০ সেপ্টেম্বর ২০১৬. মঙ্গলবার: বাংলদেশী বংশদ্ভোত যুক্তরাষ্ট্র নাগরিকের মামলা দায়েরের পর এবার ওই মামলার প্রধান স্বাক্ষী ইসলাম উদ্দিনের বিরুদ্ধে ক্ষেপেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তাদের অন্যান্য সহযোগীরা। চন্দরপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ইসলাম উদ্দিন মার্কিন নাগরিকের স্বাক্ষী হওয়ায় তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। প্রশাসন দিয়ে ও প্রভাব খাটিয়ে তারা এখন ইসলাম উদ্দিনকে নানাভাবে হয়রানী করছেন। যে কারনে ইসলাম উদ্দিনের পরিবারবর্গ মারাত্মক নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ঘটনায় বাধ্য হয়ে ইসলাম উদ্দিন ২০ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে একটি দরখাস্ত মামলা দায়ের করেছেন (মামলা নং- ১৯৮/১৬) এতে তিনি অভিযোগ করেন গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী, এস আই জাফর, এসআই আতিক এবং সেলিম উদ্দিন, নিজাম উদ্দিন, লিয়াকত আলী, জিলাল উদ্দিন, জুনেদ আহমদ, রেজা, আজাদ উদ্দিন ১০ সেপ্টেম্বর উপরোক্ত পুলিশ কর্মকর্তা ও তাদের সহযোগীরা ইসলাম উদ্দিনের রাত সাড়ে ১১টায় ইসলাম উদ্দিনের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের দরজা জানালা ভেঙ্গে ইসলাম উদ্দিনকে খোজেন। এসময় তিনি প্রাণের নিরাপত্তার জন্য আত্ম গোপন করেন। এসময় ইসলাম উদ্দিনকে না পেয়ে তার বড় ছেলে আব্দুস সামাদকে মারধর করেন তারা। তাছাড়া রুমানা বেগমকে চুলে ধরে ঘুষি ও চর মারেন। কিল, ঘুষি ও লাথির আঘাতে রুমানা মাটিতে লুটিয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যদের অশালিন ভাষায় শাসিয়ে দিয়ে বলা হয় যে, ইসলাম উদ্দিনকে বলবে সে যেন ফলিক উদ্দিনের সাথে কোন সম্পর্ক না রাখে। আবার যদি তোদের বাসায় আসি তাহলে সবাইকে মাদক মামলায় ফাঁসিয়ে শিক্ষা দেওয়া হবে। পুলিশ কর্মকর্তারা দম্ভের সাথে বলেন ফলিককে যদি শহরের কোথায় পাই তবে হাড়গোড় গুড়া করে দিব। অস্ত্র বা মাদক দিয়ে কোর্টে চালান করে দিব। এসময় ওসি ও পুলিশের উপস্থিতিতে অন্যান্য সন্ত্রাসীরা ভাংচুর সহ মহিলা সদস্যদের শ্লীলতাহানী ঘটায়। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সিলেটের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D