সিলেট ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
নিজস্ব প্রতিনিধি::
করোনার প্রথম ঢেউয়ের শুরুতে মাস্ক নিয়ে প্রতারণা করায় সাংবাদিকের দায়ের করা মামলায় দারাজ বিডি অনলাইনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। সিলেটের সাংবাদিক কাইয়ুম উল্লাসের দায়ের করা এই মামলায় দুইটি শুনানি শেষে জরিমানার ৮ হাজার টাকা আদায় করে ভোক্তা অধিকার। পরে আজ বুধবার (১৩ জানুয়ারি ) দুপুরে আলমপুরস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে সাংবাদিক কাইয়ুম উল্লাসকে জরিমানার ২৫% টাকা হস্তান্তর করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।
এ বিষয়ে সাংবাদিক কাইয়ুম উল্লাস বলেন,‘ করোনার শুরুতে মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিশ মাস্ক। দারাজ বিডি অনলাইনে আমি ৫টি কেএন৯৫ মাস্ক অর্ডার করেছিলাম। কিন্তু দারাজ আমাকে ৫টির বদলে ৪টি মাস্ক পাঠায়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করলে সঠিক কোনো সুরাহা পাইনি। যে কারণে আমি দারাজের এই প্রতারণার বিরুদ্ধে মামলা করি। আমি মনে করি, ওই সময়ে দারাজ এভাবে লক্ষ্য মানুষের সঙ্গেই প্রতারণা করেছে। তাছাড়া অনলাইনে এ ধরনের প্রতারণা বেড়ে গেছে। সেদিকে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। ’
জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন,‘ বাদি কাইয়ুম উল্লাস দারাজের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে একটি মামলা (নং ৯২) দায়ের করেছিলেন। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক দারাজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।’
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd