মায়ানমারে মুসলমান হত্যার প্রতিবাদে খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ‘র বিক্ষোভ

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

মায়ানমারে মুসলমান হত্যার প্রতিবাদে খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ‘র বিক্ষোভ

দুলাল আহমদ: মায়ানমার মুসলমান রোহিঙ্গাদের উপর চলমান গনহত্যা, নারী ধর্ষন ও শিশু হত্যার প্রতিবাদে (২ ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ‘র উদ্যোগে খোজার খলা স্কয়ারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ‘র সভাপতি আকমল আলী মালাই’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ রুহেলের পরিচালনায় বক্তারা মায়ানমানে গনহত্যা, নারী ধষর্ণ ও শিশু হত্যা তীব্র নিন্দা জানিয়ে বলেন, মায়ানমার সরকারের এমন অমানুষিক কর্মকান্ডের শিকার রোহিঙ্গাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মায়ানমারের মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান বন্ধের জন্য মায়ানমার সরকারের প্রতি আহবান জানান। যে পর্যন্ত মিয়ানমারে এই সংঘাত শেষ না হবে ততোদিন পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ট্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন খোজার খলা মারকাজ মসজিদের মোতাল্লী আলহাজ্ব আতাউর রহমান, ২৬ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রণি, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, রুহেল আলম, শামীম আহমদ, বদরুল আলম রিপন, সুহেদ আহমদ, শরীফ উদ্দিন মুন্না, খোকন আহমদ, আশরাফ জকি, জাকির হোসেন, সাগর আহমদ, সুজন আহমদ, আজহার আলী অনিক, কামরান আহমদ, মেহরাজ হোসেন রাজু প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন খোজার খলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান ও হাফিজ মাওলানা ওসমান খান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল