সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ৩, ২০১৬
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নিজ গাবী গ্রামে গত সোমবার রাতে নবজাতক কন্যাকে তার মা পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার পুলিশ শিশুটির মাকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম কুলসুমা আক্তার (৩০)।
মা কুলসুমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কিবায় যে কিতা অইছে আমি কইতাম হারি না। আমার অহন কুনুস্তা মন অইতাছে না।’
শিশুটির বাবা শাহাজুল ইসলাম বলেন, ‘আমরার সংসারও কুনু অভাব নাই। বউ কের লাইগ্যা যে এই ঘডনা ঘডাইল বুজতাম ফারতাছি না। মাথা খারাপ না অইলে কী কুনু মা এই কাম করতাম ফারে।’
এলাকাবাসী, শিশুটির পরিবার ও থানা-পুলিশ সূত্র জানায়, আট-নয় বছর আগে নিজ গাবী গ্রামের শাহাজুল মিয়ার সঙ্গে কুলসুমা আক্তারের বিয়ে হয়। শাহাজুল ইসলাম কৃষিকাজ করেন। তাঁদের সুমাইয়া আক্তার (৫) ও শরীফা আক্তার (২) নামের দুটি মেয়ে রয়েছে। শনিবার রাতে কুলসুমা আক্তার কন্যাসন্তানের জন্ম দেন। তিনি সোমবার দিবাগত রাত দুইটার দিকে শিশুটিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা শিশুটিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুলিশকে জানান। গতকাল বেলা পৌনে দুইটার দিকে পুলিশ শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে কুলসুমা শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। তাঁর কথামতো পুলিশ জেলেদের সহায়তায় বেলা দুইটার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় কুলসুমার স্বামী হত্যা মামলা করেছেন। কুলসুমাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd