২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সাংবাদিকরা ঘুণে ধরা একটি সমাজে বিপ্লব ঘটান। বর্তমানের প্রেক্ষিতে ভবিষ্যতে কি যায়- তা সব সময় সংবাদের মাধ্যমে ইঙ্গিত দিয়ে থাকেন। ডিজিটালাইজেশনের এ যুগে একটি জাতিকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরীসিম।
তিনি আরো বলেন, শরীর ও মনকে চাঙ্গা করতে খেলাধুলার গুরুত্ব রয়েছে। তাই সারাদিন কর্মব্যস্ততার মাঝেও সাংবাদিকদের বিনোদনের জন্য যারা ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন তারা প্রশংসার দাবি রাখেন। মাহা-ইমজা মিডিয়া কাপ টুর্নামেন্টে টিম সিলেট প্রতিদিন আশার আলো ছড়িয়ে দিবে। জয়-পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করে মনের প্রশান্তি পাওয়াই হচ্ছে মূখ্য বিষয়।
তিনি টিম সিলেট প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মাহা-ইমজা মিডিয়া কার্প ক্রিকেট টুর্নামেন্টে টিম সিলেট প্রতিদিনের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এক জমকালো আয়োজনের মাধ্যমে জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করে সিলেট প্রতিদিন।
সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাজলু লষ্করের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, বর্তমান সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবীর পাবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, চ্যানেল এস ইউকে ক্যামেরপার্সন লিটন চৌধুরী, সিলেটের দিনকালের স্টাফ রিপোর্টার রবি সিংহ রাজেশ, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার মানওবী সিংহ শুভ, প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি আহমেদ জামিল, বাংলা টিভির ক্যামেরাপার্সন আলমগীর হোসেন, শ্যামল সিলেটের স্টাফ রিপোটার ও সিলেট প্রতিদিনের চীফ রিপোর্টার শামীম আহমদ, উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার বিপলু আহমদ ( আনন্দ টিভি), সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, মাসুদ আহমদ রনি, ফটো সাংবাদিক রেজা রুবেল, তারেক চৌধুরী রাহেল, রুহিন আহমদ ( এনটিভি) ও ফারহান আহমদ চৌধুরী।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফরহান আহমদ, তানজির আহমদ, আমিনুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D