মিরপুর সেনপাড়ায় দোকানের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

প্রকাশিত: ৬:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

মিরপুর সেনপাড়ায় দোকানের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

1471832635

২২ আগস্ট ২০১৬, সোমবাররাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া এলাকায় ছয় তলা ভবনের একটি কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর তিনি মৃত্যুবরণ করেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আল-হেলাল হাসপাতালের উল্টো পাশে একটি ৬ তলা ভবনের নিচ তলায় কার্পেটের দোকানে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল