মিশরে ২ সাংবাদিকসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

মিশরে ২ সাংবাদিকসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

egypt pic_126822মিশরে আল-জাজিরার দুই সাংবাদিকসহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
শনিবার  তথ্য পাচারের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।
জুনেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পরামর্শে এ রায় বহাল থাকবে অথবা খারিজ হবে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিও এই মামলায় জড়িত। তবে আল-জাজিরার পক্ষ থেকে জানানো হয়, মুরসির সঙ্গে কোনো রকম অবৈধ কাজে তাদের সাংবাদিকরা জড়িত ছিলেন না।
সূত্র: আল-জাজিরা –

ফেসবুকে সিলেটের দিনকাল