মিসবাহ সিরাজের সংবর্ধনায় দুঃসাহসিক চুরি ! নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

মিসবাহ সিরাজের সংবর্ধনায় দুঃসাহসিক  চুরি ! নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

ffs২৭ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিনে সিরাজের সংবর্ধনা অনুষ্টানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মোবাইল ফোন চুরি হয়েছে সিলেট মহানগর আওিয়ামী লীগের দপ্তর সম্পাদক স্পেশাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলামের। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলের হাজার হাজার নেতাকর্মী সিলেট ওসমানী বিমানবন্দরে অ্যাডভোকেট মিসবাহ সিরাজকে বিপুল সংবর্ধনা জ্ঞাপন করেন। নেতাকমী ও আইনশৃংখলঅ রক্ষা বাহিনীর ভিড়ে সাধারণ মানুষ এমনকি সাংবাদিকরাও ভিড়তে পারেন নি দলের প্রিয় নেতা অ্যাডভোকেট মিসবাহ সিরাজের। কিন্তু এরই মধ্যে ঘটে যায় দুঃসাহসিক চুরি। অ্যাডভোকেট মিসবাহ সিরাজের অতি ঘনিষ্ট সহচর সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্পেশাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলামের মূল্যবান মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায় দলীয় লেবাসধারী এক চোর।
অ্যাডভোকেট শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে এড. মিসবাহ সিরাজ ফুলেল শুভেচ্ছা:  
প্রস্তুত নেতাকর্মী। ঢাকা থেকে সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে ৩য় বারের মতো মনোনিত হওয়া নেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। যথারীতি তাকে বরণ করে নিতে শত শত নেতাকর্মী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। সত:স্ফুর্তভাবে তারা ফুলের তোড়া নিয়ে নেতাকে স্বাগত জানাতে প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন। অবশেষে আসল সেই মাহেন্দ্রক্ষণ। বিমান এসে রান ওয়েতে অবতরণ করলো। ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসলেন এড. মিসবাহ উদ্দিন সিরাজ। তখন শত শত নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে গেলে সেখানে দেখা দেয় বিপত্তি। তিনি নেতাকর্মীদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে তাদেরকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসেন। নেতাকর্মীরাও সেখানে এসে উপস্থিত হন। এসময় মিসবাহ উদ্দিন সিরাজ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করার জন্য পরামর্শ দেন। এ অবস্থায় নিরাশ হয়ে যান উপস্থিত অসংখ্য নেতাকর্মী।

আশাহত নেতাকর্মীদের তিনি বলেন, আপনারা শেখ হাসিনাকে ভালবেসে, দলকে ভালবেসে, আমাকে ভালবেসে আমার জন্য শত শত ফুল নিয়ে এসেছেন। কিন্তু আপনাদের ফুল আমি গ্রহণ করতে পারলাম না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ধরে রাখতে হবে আমাদের সকলের। তিনি নেতাকর্মীদের বলেন, আওয়ামীলীগের সভানেত্রী হওয়ার পর শত শত নেতাকর্মীরা ফুল দিতে গেলে বলেন, নেত্রী বলেছিলেন ফুল গুলো আমাকে না দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুষ্প অর্পণ করে । তারই ধারাবাহিকতায় মিসবাহ উদ্দিন সিরাজ সকল নেতাকর্মীকে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বলেন। সবাই শহীদ মিনারে ফুল দিয়ে চলে যান। তখন মিসবাহ সিরাজ নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে জিয়ারত করতে যান। জিয়ারত শেষে বের হয়ে আসার সময় ঘটে যায় একটি নাটকীয় ঘটনা। মাজার প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন। এসময় মিসবাহ উদ্দিন সিরাজ হাসিমুখে তাদের কাছ থেকে ফুলেল তোড়া গ্রহণ করে নেন। যা কিছুক্ষণ আগেও তিনি প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ অবতারণা করে নেতাকর্মীদের কাছ থেকে ফুল গ্রহণ না করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মুহুর্তে তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটে যাওয়ায় নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন। তারা সকাল থেকে যেখানে ফুলের তোড়া নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে আগ্রহ ভরে বিমানববন্দরে গিয়েছিলেন কিন্তু তাদের ফুল গ্রহণ করা হয় নি। অথচ একটি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেওয়া ফুল হাসি মুখে গ্রহণ করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। আশাহত নেতাকর্মীদের মাঝে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে। তারা এরকম অনাকাঙ্খিত ঘটনায় উৎসাহের পরিবর্তে নিরাশায় নিমজ্জিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল