১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬
সিলেটের সকাল রিপোর্ট॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সিলেটে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বাদ জুমা বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া, পবিত্র জুমার বয়ানেও মিয়ানমারে মুসলিম নিধন যজ্ঞের নিন্দা জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের ওপর গণহত্যা চালানো হলেও বিশ্ব বিবেক এ ব্যাপারে নিরব ভূমিকায় রয়েছে। তারা মিয়ানমারের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বাদ জুমা সিলেট নগরীর কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একে একে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলগুলো নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।
কোর্ট পয়েন্ট থেকে বের হওয়া খেলাফত মজলিসের মিছিলে দলের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সেক্রেটারী কে এম আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মাওলানা রওনক আহমদ ও মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা শামসুদ্দিন ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বের করা মিছিলে সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরীসহ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিছিল বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট ঘুরে জিন্দাবাজারে গিয়ে শেষ হয়।
এছাড়া, জমিয়তে ইসলাম অপর অংশের উদ্যোগেও কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মাওলানা আবুল হোসেন চতুলীসহ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, নগরীতে বিভিন্ন সংগঠনের মিছিল চলাকালে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্কাবস্থানে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D