মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে নগরীতে বিশাল বিক্ষোভ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে নগরীতে বিশাল বিক্ষোভ

মিয়ানমারে গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি তুলেন। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তৃতা করেন।
মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা। কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। এতে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল