৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আয়োজনে ৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায়
জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডান্ডের কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুল কাদির, শাহ নেওয়াজ, সারওয়ার আহমদ চৌধুরী, ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, অর্থ সম্পাদক ইবাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলম, ত্রান ও পূনর্বাসন সম্পাদক নুরুল আমিন সুলতান, তথ্য ও গবেষনা সম্পাদক সালাউদ্দিন হক বাবু, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মাসুম আহমদ, যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক আফসাল আহমদ লিপু, সদস্য শামীম আহমদ, জাকির আহমদ লিটন ও যুব কমান্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী নয়ন প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশব্যাপী চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রত্যেক উপজেলায় সন্তান কমান্ডের নেতৃবৃন্দকে প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে প্রতিবাদ সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। স্বাধীন বাংলাদেশ ও মুক্তিযোদ্ধের চেতনায় স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যক্রমকে আরো বেগবান আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D