মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নিন্দা-প্রতিবাদ

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নিন্দা-প্রতিবাদ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কোন শাখা বাতিল ও গঠনের ক্ষমতা স্থানীয় কোন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেই। একমাত্র কেন্দ্রীয় সংসদ সন্তান কমান্ডই তার কোন শাখা গঠন ও বাতিল করতে পারে। তাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড কর্তৃক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটি বাতিলের তথ্য প্রচার অসাংবিধানিক ও অনধিকার চর্চা বৈ কিছু নয়। এক বিবৃতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর সভাপতি নূর আহমদ কামাল ও সাধারণ সম্পাদক এন এম ময়না মিয়া এক যুক্তবিবৃতিতে এ কথা বলেন। নেতৃদ্বয় জানান, গত ১৯অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সাংবিধানিক ক্ষমতা বলে সিলেট মহানগর সন্তান কমান্ড-এর ৩১সদস্যের পূর্নাঙ্গ শাখা কমিটি ঘোষনা করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞানের মাধ্যমে সিলেট মহানগর সন্তান কমান্ড-এর এ কমিটি ঘোষনা করা হয়। সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এতে কোন ভূমিকা ছিল না এবং গঠনতান্ত্রিকভাবে ভূমিকা থাকার কথাও নয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর গঠনতন্ত্র মোতাবেক সকল শাখা সংগঠনের নিয়ন্ত্রক একমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটি। কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মন সম্পূর্ন অসাংবিধানিক ও অনধিকার চর্চা মূলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমান্ড বাতিলের বক্তব্য প্রচার করেন। যা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নীতিমালার সম্পূর্ন পরিপন্থী। নেতৃদ্বয় আরো জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন। নেত্রীর সফরকে সফল ও স্বার্থক করে তুলতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখা ২১নভেম্বর বিরাট প্রচার ও স্বাগত মিছিলের আয়োজন করে। আওয়ামীলীগ নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট সফরের প্রচার প্রপাগন্ডায় বিঘœ ঘটাতে জামায়াত-বিএনপির ইন্ধনেই মুক্তিযোদ্ধা সিলেট মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন গনমাধ্যমে “মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর নামে কোন সংগঠনের অস্তিত্ব নেই” শীর্ষক ভূয়া সংবাদ ও বিবৃতি প্রচার করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটি নেতৃবৃন্দ এহেন অপপ্রচার ও অনধিকার চর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ মাননীয় প্রধানমনস্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর আয়োিিজত ২১ নভেম্বরের প্রচার মিছিল সফলে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি-

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল